বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, শাসকদলের বহু দুঁদে নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র।
পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের মোবাইল ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট, দাবি ইডির। ২০১৮ সাল থেকে নিয়মিত তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ ছিল সুজয়কৃষ্ণর, শঙ্কা ইডির।
মানিকের দফতরে যাতায়াত ছিল কালীঘাটের কাকুর। ২০১২ ও ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট এসব মানিকের হোয়াটসঅ্যাপে পাঠাতেন কাকু। জড়িত ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তার পরামর্শেই টাকা পৌঁছে যেত পার্থের কাছে।