ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্নার শেষ দিনে ‘দিল্লি চলো’ ডাক ধরা পড়ল তাঁর গলায়। কিছুটা আক্ষেপ নিয়েই দিল্লি গিয়ে বিক্ষোভের কথা বললেন তিনি। অর্থাৎ আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি আছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। সেই বকেয়া টাকার দাবিতেই মূলত এই দু’দিনের ধর্না দিয়েছিলেন তিনি। কিন্তু এই ধর্নায় আপাতত কোনও লাভ হয়নি। সেই নিয়ে আক্ষেপ করতে শোনা গিয়েছে তাঁকে। মমতা জানিয়েছেন, ভেবেছিলেন কেন্দ্র থেকে ফোন আসবে টাকা মেটানোর ব্যাপারে, কিন্তু আসেনি। কোনও নেতাই ফোন করে বিষয়টি নিয়ে খোঁজ নেননি। এই প্রেক্ষিতেই কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলায় অর্থনৈতিক অবরোধ করা হলে তারা রাজনৈতিক অবরোধ করবেন।
ধর্না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এ রাজ্যে ৬৩টি সরকারি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। গত দু’বছর ধরে বার বার প্রাপ্য টাকার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে হাত পাতলেও কোনও টাকা আসেনি। বাংলার সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। দিনের পর দিন আন্দোলন দলের তরফ থেকে আন্দোলন চলছে, কিন্তু কেন্দ্র কিছুতেই পাত্তা দিচ্ছে না।