লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে জুড়ে বেকার যুবক যুবতীদের জন্য বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের সদ্য ঘোষিত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋণ পেতে কোনও সমস্যা হবে না।
বেকারদের ঋণ দেওয়ায় উদ্দেশে রাজ্য সরকারের সঙ্গে সিজিটিএমএসই এ নিয়ে সমঝোতা পত্র স্বাক্ষর করল। জানানো হয়েছে, ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফ্যান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপেনার্স- এই প্রকল্পে বেকারদের জামিনদারের ভূমিকা পালন করবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সি বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবে।
সুবিধা পেতে শিক্ষাগত যোগ্যতা দেখা হবে না। পাশাপাশি পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা মাপকাঠিতে বিচার করা হবে না। এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেমেয়েরা কোনও জামিনদার ছাড়াই সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত মুলধনের ব্যবসা করতে পারবে। অনেকের মতে ভোটের আগে রাজ্যের এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস।