পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্য সরকারের তরফে। আসন্ন লোকসভা ভোটের আগে আধার সমস্যা সমাধানে বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, যাদের যাদের আধার বাতিল হচ্ছে তাদের আধারের বিকল্প কার্ড তৈরি করে দেবে রাজ্য সরকার৷
রাজ্য সরকারের তরফেই ওই পরিচয়পত্র সকলের হাতে তুলে দেওয়া হবে৷ এই বিষয়ে পদক্ষেপ করতে বিশেষ পোর্টাল চালুর কথাও ঘোষণা করেন মমতা। ইতিমধ্যেই ‘আধার গ্রিভ্যান্সেস পোর্টাল’ নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামিকাল থেকে সেই পোর্টাল শুরু হবে বলে জানিয়ে দেন মমতা।
উল্লেখ্য, সম্প্রতি অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। বাংলার প্রায় ৬০ জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে। এই পরিস্থিতিতে এবার আধারের বিকল্প কার্ডের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।