বাংলায় বাড়ছে তাপমাত্রা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে সকালের দিকে গরম থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের দিকে বৃষ্টির দাপট দেখা যেতে পারে৷ এর জেরে সন্ধ্যার পর বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ৷

কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।