বিগত বেশ কিছুদিন ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘর ছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন মাস ধরে মণিপুরের এই অবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। মণিপুরে ক্রিশ্চান কুকি সংগঠন হিন্দু মেইতেইদের সংঘর্ষ এখন ব্যাপক আকার ধারণ করেছে।
এই মণিপুরের ঘটনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা ভিডিয়ো ছড়িয়ে বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কারণ আগামী শনিবার মহরম। বাংলায় শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করতে পারে বিজেপি বলে সন্দেহ মমতার।
অন্যদিকে নয়াদিল্লি থেকে সরব হন সুকান্ত মজুমদাররা। হাওড়ার পাঁচলায় এক বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তোলেন তিনি। মালদাতেও দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের একটি অভিযোগ উঠেছে। তা নিয়েও সরব বিজেপি।