তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার । রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল দুয়ারে সরকার। এবার ঘোষণা করা হলো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলে মুকুব হতে পারে আপনার বিদ্যুতের বিল।
বিদ্যুৎ বিল মুকুবের পাশাপাশি নতুন বিদ্যুতের কানেকশন সম্পর্কিত নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। নতুন কানেকশন নিতে গেলে আপনাকে আবেদন করতে হবে রাজ্য বিদ্যুৎ দপ্তরে। আবেদন করার তিন দিনের মধ্যে পর্যবেক্ষণের পর দিয়ে দেওয়া হবে কোটেশন।এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার চার দিনের মাথায় আপনাকে দেওয়া হবে নতুন কানেকশন। এছাড়াও ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহকদের বিল দীর্ঘদিন ধরে বাকি পড়ে রয়েছে তাদের এককালীন বকেয়া বিলের ৫০% মেটাতে হবে ৩১.১২.২০১৮ পর্যন্ত। মুকুব করা হবে বাকি ৫০ শতাংশ বিলের টাকা। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।