সম্প্রতি রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্য জুড়ে পালিত হয়েছিল রামনবমী, কিন্তু এই উৎসবকে ঘিরেই অশান্তি ছড়ায় রাজ্যে। এবার শিবপুর, রিষড়া ও ডালখোলার ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মামলা গুলির মধ্যে পাঁচটি হাওড়া ও রিষড়ার অশান্তি সংক্রান্ত এবং অন্যটি ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনায়।
ইতিমধ্যেই রাজ্য পুলিশের থেকে তদন্তভার নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ৬টি মামলার এফআইআর কপি কলকাতায় এনআইএ আদালতে জমা পড়বে। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার তদন্তভার পেয়েছে NIA। এরপরই এই নিয়ে ৬ টি মামলা দায়ের হল। এরপর মামলা সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশের থেকে এনআইএ-র কাছে জমা করার আবেদন জানানো হবে।
সূত্রের খবর, এই মামলায় অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইতে পারে NIA। উল্লেখ্য, কিছুদিন আহেই রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির রিষড়া, হাওড়ার শিবপুর সহ ডালখোলার একাধিক অংশ। বেশ কিছুদিন এর প্রভাব ছিল। অশান্তির পর রাজনৈতিক তরজাও কম হয়নি।