একের পর এক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন তিনি৷ একুশের নির্বাচনের পর থেকে তাঁকে আর সে ভাবে রাজনীতির ময়দানে দেখা যায় না৷ এরই মধ্যে অসুস্থ হয়ে ফের ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক মুকুল রায়৷ জানা গিয়েছে, স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মুকুলকে৷
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ করেই স্নায়বিক সমস্যা বেড়ে যাওয়ায় মুকুলকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে তাঁর। আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। মুকুলের ঘনিষ্ঠদের কথায় জানা যাচ্ছে, তাঁর মাথায় জল জমে গিয়েছে। এই রোগ বেশ পুরনো। তাঁর শুশ্রূষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে রায়সাহেবকে।
এক সময় তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন মুকুল রায়। তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ‘বিশ্বস্ত সৈনিক’৷ পরে তৃণমূল ছেড়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। সেখান থেকে জয়ীও হন। তবে ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ঘর ওয়াপাসি হয় সপুত্র মুকুলের। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ তবে তিনি এখনও বিজেপি’র বিধায়ক পদ ছাড়েননি৷ যা নিয়ে চলছে টানাপোড়েন৷