সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে এই অবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। র্যাগিং বন্ধে লালবাজারে টোল ফ্রি নম্বর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বরটি হল ১৮০০–৩৪৫–৫৬৭৮। মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র, কোথাও র্যাগিং হলে ফোন করে জানান। অভিযোগকারীর নাম–পরিচয় গোপন থাকবে। কড়া ব্যবস্থা নেবে সরকার’।সম্প্রতি যাদবপুর মেন হস্টেলে ছাত্র মৃত্যু ঘিরে উঠে এসেছে ভয়াবহ ব়্যাগিংয়ের অভিযোগ। আর সেই সঙ্গেই জড়িয়েছে রাজনীতির রংও। গতকাল নেতাজি ইন্ডোরে ইমামদের সম্মেলনে মমতা বলেন,’যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম, অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এরা জীবনে বদলাবে না, এত রক্ত নিয়েও এরা বদলায়নি।’