ঘোষণা হওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে বিতর্কও কম হয়নি। বিতর্কও কম হয়নি জোরকদমে চলছে কাজ, দেশজুড়ে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। এখনও পর্যন্ত চালু হয়েছে ৮টি বন্দে ভারত এক্সপ্রেস।
বর্তমানে এই বন্দে ভারত ট্রেনগুলিতে শুধুমাত্র চেয়ার কারের ব্যবস্থা রয়েছে। এবার বন্দে ভারত ট্রেনে স্লিপার কোচ চালু করার পরিকল্পনাও করছে ভারতীয় রেল। জানা গিয়েছে, প্রথম দফায় ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেট নির্মাণের অর্ডার দিয়েছে রেল কর্তৃপক্ষ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুরে কোচগুলি তৈরি করা হবে। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে এই স্লিপার কোচগুলি।
ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম ২৫ হাজার কোটির বিড করেছিল। তবে বর্তমানে ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত তৈরির জন্য রেল বোর্ডের থেকে ৯৬০০ কোটি টাকা পাবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম।