একের পর এক বিপদ আসছে মুখ্যমন্ত্রীর জীবনে। বর্ধমানের গোদার মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। সেই সভা শেষে গাড়ি করে ফেরার সময়ই জিটি রোডে ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন গাড়ির চালক। আর তাতেই কপালে চোট পান মমতা।
এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য গাড়ি সামনে থাকার কারণে তার গাড়ির চালক আচমকা ব্রেক চাপেন। সেই ঝাঁকুনিতেই মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয়, সামান্যই। সুস্থই অবস্থাতেই তিনি কলকাতায় ফিরছেন।
প্রসঙ্গত, হেলিকপ্টারে করেই বর্ধমানে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ১২টা নাগাদ সভা মুখ্যমন্ত্রীর সভা শুরু হয়। সভা সেরেও আকাশ পথেই ফেরার কথা ছিল মমতার। তবে আচমকাই আবহাওয়া খারাপ হতে থাকে। কুয়াশা-বৃষ্টি মিলিয়ে খুবই খারাপ রূপ নেয় পরিস্থিতি। দুর্যোগের কথা মাথায় রেখে কোনও রকম ঝুঁকি না নিয়ে সড়কপথেই কলকাতায় উদ্দেশে রওনা দেন মমতা।