আসন্ন নির্বাচনের পূর্বেই নতুন পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে রাজনীতির মঞ্চে৷ এরই মাঝে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন নিয়ে ভোটাভুটির কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সিতাইতে সভার পর সেই ভোটাভুটি নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়৷ সেই কারণেই তুফানগঞ্জের সভায় নতুন করে পরিকল্পনা তৈরি করল তৃণমূল কংগ্রেস৷

কোনও রকম বিশৃঙ্খলা এড়াতেই নতুন করে ব্যবস্থা নিয়েছে দল৷ তুফানগঞ্জের সভায় আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছে ভোটগ্রহণ করার প্রক্রিয়া৷ আগামী ২ মাস ব্যপী চলবে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি। কোচবিহার থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হবে এই যাত্রা।

পঞ্চায়েতের প্রার্থী নিয়ে নিজের মত জানাতে ব্যালট বক্সের ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষ ব্যালট বক্সে নিজেদের মত জানাতে পারবেন। ৭৮৮৭৭৭৮৮৭৭-এই নম্বরে নিজের পছন্দ অনুযায়ী পঞ্চায়েতের তিন স্তরের প্রার্থীর নাম জানাতে পারবেন তাঁরা। সাধারণ মানুষও এই অভিযোগ জানাতে পারেন। সঠিক প্রার্থী বাছাইয়ের জন্য এই উদ্যোগ বলে মত অভিষেকের।