আসন্ন পূজার আগে আরও এক বড় ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এমতাবস্থায়, পুজোর দিনগুলিতেও বৃষ্টি বজায় থাকবে কি না এই প্রশ্ন সকলের মনে।

মৌসম ভবন জানিয়েছে যে, এবার দেশে স্বাভাবিকের থেকে ৮ দিন পর বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। সামনের সপ্তাহ থেকেই বর্ষা বিদায়ের সূচনার সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করলেও বৃষ্টির সতর্কতা কিন্তু জারি থাকছে। শুধু তাই নয় উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। আগামী ২৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যেটি ৩০ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে। যদিও, শেষ পর্যন্ত তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেই বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।