দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা উপলক্ষে শহরে বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে প্রশাসন৷ এবার পুজো দেখতে পারবেন ট্রামে চেপে৷
কলকাতায় আগত দর্শনার্থীদের জন্য এসি ট্রামের ব্যবস্থা করছে রাজ্যের পরিবহণ দফতর। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পুজোকে জুড়ে দেবে ট্রাম, জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ মন্ত্রী জানান, এই বারে মোট ২৪টি পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে৷ এর মধ্য থাকবে ২টি বনেদি বাড়ির পুজোও।
এর জন্য জন প্রতি ৬০০ টাকা ব্যয় করতে হবে৷ শ্যামবাজার থেকে ট্রামটি ছাড়বে এসপ্ল্যানেড, কালীঘাট, গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ ডিপোতে পৌঁছতে। সপ্তমী, অষ্টমী এবং নবমী তিন দিন চলবে এই ট্রাম।