উত্তর পূর্বে অনুভূত হলো ভূকম্পের কম্পন

আচমকাই কেঁপে উঠলো বঙ্গের মাটি তরফে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা জেলায় ভূমিকম্পের তীব্রতা বোঝা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।

সূত্রের খবর, ভূমিকম্পের উৎস শিলিগুড়ির থেকে ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে, বিহারের পূর্ণিয়ায়। রিপোর্ট অনুযায়ী, ১০ ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরের এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এই কম্পন নেপাল ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের অবস্থান শিলিগুড়ি থেকে ১৪০ কিমি দক্ষিণপশ্চিম।

যদিও ভূমিকম্পের কারণে কোন প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে আতঙ্কে বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। সকাল সকাল অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার দাবি জানান। একই সঙ্গে ২০১৫ সাথে ঘটে যাওয়া ভূমিকম্পের কথা স্মরণ করেও কলকাতার বর্তমান অবস্থা নিয়ে চর্চা শুরু হয়। বিহারের ভাগলপুর, কাটিহার, কিষাণগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়।