একনাগাড়ে চলতে থাকা বৃষ্টির কারণে বসে গেছে রেললাইন

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ তবে বিগত বেশ কিছুদিন ধরে একনাগাড়ে চলবে থাকা বৃষ্টির কারণে বসে গেছে রেললাইন। পূর্ব রেল সুত্রে খবর, শিয়ালদহবনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ লাইন বসে গিয়েছে মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে।

স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় লাইন মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে। রেললাইনের ত্রুটির ফলে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন। বিভিন্ন স্টেশনে বিশেষ করে লোকাল ট্রেনগুলি আটকে রয়েছে। মনে করা হচ্ছে সারারাত বৃষ্টির জন্যই লাইন ধ্বসে যাওয়ার ঘটনা ঘটেছে।

রেলে সূত্র জানাচ্ছে, ডাউন লাইনের ট্রেন চলছে অতি ধীর গতিতে। তবে লাইনের কাজ চলায় সাময়িকভাবে ডাউন লাইনও বন্ধ ছিল। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে পরিষেবা চালু হতে ঘন্টাখানেক মতো সময় লেগে যেতে পারে।