বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
এতদিন তার হয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্রের শুনানি ছিল। এদিন এই দুজনার জামিন চেয়ে আদালতে সওয়াল করেন রাজ্যের এজি।
সেই সময়ই প্রশ্ন তুলে বিচারপতি বলেন, “আপনি এদের হয়ে সওয়াল করছেন কেন? আপনি তো রাজ্যের এজি!’’ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করে বলেন, ‘‘আপনার কাছে অনুমতি আছে?’’ এদিন পার্থ ও কাকুর জামিনের মামলা মুলতবি হয়ে যায়।