বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়িতে বাড়িতে হানা দেয় ইডির একটি টিম।
উল্লেখ্য, এর আগে গতবছর আগস্ট মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় বসু-কে সিবিআই তলব করেছিল বলে জানা গিয়েছিল। অগাস্ট এর ৩১ তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজামে ডাকা হয়েছিল। পুর দুর্নীতির সময় দক্ষিণ দমদম পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
ওদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে মন্ত্রীর। এর আগে গত অক্টোবর মাসে মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গত হানা দিয়েছিল সিবিআই। আর এবার ইডির স্ক্যানারে মন্ত্রী সুজিত বসু।