বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এই আবহে এবার রাজ্য পুলিশের থেকে রেশন দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার ভার তুলে দেওয়া হোক সিবিআইকে, এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি।
কারণ রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারছে না ইডি। নদিয়া ও কলকাতা মিলিয়ে রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের কাছে মোট ৬টি মামলা রয়েছে। রেশন কেলেঙ্কারি নিয়ে নদিয়া জেলার কোতোয়ালি থানায় দুটি, নবদ্বীপ থানায় একটি ও ধুবুলিয়া থানায় একটি এবং কলকাতার ভবানীপুর ও বালিগঞ্জ থানায় একটি করে মোট ছ’টি এফআইআর বা মামলা রুজু করা হয়।
আদালতে ইডির অভিযোগ, রাজ্য পুলিশ যে সমস্ত মামলার তদন্ত করছে তাতে কোনও পদক্ষেপ করা হয়নি। শুধু তাই নয়, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আটক বা গ্রেফতারিও করা হয়নি।