চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই জনসাধারণের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে চোখের আলো প্রকল্প অন্যতম। ২০২১ সালে রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে শুরু করে চোখের আলো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চোখ পরীক্ষা, চশমা বিতরণ ও বয়স্কদের ছানি অপারেশনও করে থাকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার টুইটে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গত দুবছরে এই প্রকল্পের মাধ্যমে ছানি অপারেশন করা হয়েছে ১০ লক্ষ মানুষের। ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে রাজ্যের দরিদ্র নাগরিক, স্কুল ও অঙ্গনওয়াড়ির কর্মী থেকে ছাত্র-ছাত্রীদের।

এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে পঞ্চায়েত বা পুরসভার চোখের আলো শিবিরে। অনলাইনে এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যায় না। পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা, আশাকর্মী এবং মহিলা আরোগ্য সমিতির সদস্যরা চোখের আলো প্রকল্পের শিবির সম্পর্কে এলাকা ভিত্তিক প্রচার চালাবেন। তাই ভুয়ো বিজ্ঞাপনে প্ররোচিত হবেন না।