বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কোমর বেঁধে নেমেছে সিবিআই। গত ডিসেম্বর মাসের শুরুতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ তেঘরিয়ায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
এবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধায়ক অদিতি মুন্সীর কাউন্সিলর স্বামী দেবরাজ চক্রবর্তীকে নিজাম প্যালেসে আসার নির্দেশ দিয়েছে সিবিআই। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে দেবরাজ ও বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালানোর পর সম্প্রতি কলকাতা হাইকোর্টেও এই দুই তৃণমূল নেতার নামে রিপোর্ট জমা পড়েছে।