রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে বঙ্গের শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে গত বছর থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতারির পর কাটতে চলেছে প্রায় এক বছর। এই সময়ের মধ্যে একাধিকবার আদালতের কাছে জামিনের আবেদন করেছেন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তবে একবারও আবেদন জানাননি অর্পিতা। এবার গ্রেফতারির ৩২২ দিন পর হঠাৎ জামিন চেয়ে বসলেন অর্পিতা মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, যেদিন তাকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই শুধু আদালতে জামিন চেয়েছিলেন অর্পিতা। তার এত দিন পর এদিন বিশেষ ইডি আদালতে এই আবেদন জানান তিনি। তবে এতদিন পর কেন এই আবেদন সেই নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন।