দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিয়মে বড় বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চালু কার হল নয়া শিক্ষানীতি। প্রস্তাবিত খসড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিইউ টাইপ কোয়েশ্চেন অন্তর্ভুক্ত করার কথা ভাবছে রাজ্য।
পাশাপাশি এবার থেকে অষ্টম শ্রেণি থেকেই চালু হতে পারে সেমিস্টার। রাজ্য শিক্ষা নীতির খসড়া তৈরির জন্য শিক্ষা দফতর তরফে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সম্প্রতি রাজ্যের শিক্ষা মন্ত্রীর কাছে নিজেদের সুপারিশ পেশ করেছে। আগামী ৩ বছর ধরে ধাপে ধাপে এই বিষয়গুলি গুলি বাস্তবায়নের সুপারিশ করেছে ওই কমিটি।কমিটির সুপারিশ: প্রাইমারি, আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্তরে জাতীয় ও আন্তর্জাতিক পাঠ্যক্রম বিবেচনা করে বর্তমান সিলেবাসের পুনর্মূল্যায়ণ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অষ্টম শ্রেণি থেকেই সেমিস্টার ব্যবস্থা আনা হোক। একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও সেমিস্টার ব্যবস্থা চালু হোক।