বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কলকাতা হাই কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ‘মেডিক্যাল রিপোর্ট’ পেশ করেছে এসএসকেএম কর্তৃপক্ষ।
এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদ্যন্ত্রে পেসমেকার বসেছে সুজয়বাবুর। অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়েছে। কখনও কখনও হৃদ্স্পন্দনে ছন্দপতনও ঘটছে। তবে ওষুধের মাধ্যমে সেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। সুজয়কৃষ্ণর ডায়াবিটিস রয়েছে। তবে রক্তচাপ এবং নাড়ির স্পন্দন অনেকটাই স্বাভাবিক।সব রকম সমস্যা থেকে সুজয়কৃষ্ণকে সুস্থ রাখার জন্য দিনে ৮ রকমের ট্যাবলেট খেতে হয় সুজয়কৃষ্ণকে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের পর গত বছর গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।