পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা আগামী ১৫ই মার্চ থেকে। ইস্ট-ওয়েস্ট করিডরের এই অংশে মেট্রো পরিষেবা শুরু হলে কয়েক মিনিটে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে ধর্মতলা।
তবে জানা যাচ্ছে, অস্থায়ী নিরাপত্তা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে। বিক্ষোভকারীদের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে নাকি জানানো হয়েছে, তাদের মধ্য থেকে ১০০ জনকে আর কাজে রাখা হবে না।এই প্রকল্পে নিযুক্ত অস্থায়ী নিরাপত্তারক্ষী ও ট্রাফিক মার্শালদের একাংশ এই মুহূর্তে চাকরি বাঁচানোর উদ্দেশ্যেই এই বিক্ষোভ করেছেন। তবে এই বিক্ষোভ যদি ১৫ই মার্চ অবধি জারি থাকে তাহলে সুষ্ঠুভাবে মেট্রো পরিষেবা চালু করা যাবে কিনা সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।