বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এই মুহূর্তে ভারতীয় রেলের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস দেশের ২৫টি রুটে যাতায়াত করে। এরমধ্যে তিনটি রুট রয়েছে বাংলায়।

তবে খুব শীঘ্রই বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। চলতি আগস্ট মাসেই বাংলার চতুর্থ বন্দে ভারত ট্র্যাকে নামতে পারে। হাওড়া থেকে বিহারের পাটনা এবং পাটনা থেকে হাওড়া পর্যন্ত নতুন এই বন্দে ভারত যাতায়াত করবে। ইতিমধ্যে দুবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।

নতুন এই বন্দে ভারতের স্টপেজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে। হাওড়া ও পাটনার মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ দেবে সাহিব, মোকামা, লক্ষ্মীসরাই এবং আসানসলে। এছাড়াও জাসদিহ এবং দুর্গাপুরে স্টপেজ দেওয়া যেতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা করছে রেল বোর্ড।