বড় ঘোষণা টাটা গোষ্ঠীর তরফে

দেশের মধ্যে বড় গ্রুপ হিসেবে সবার আগে রতন টাটা অন্যতম ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের নাম আসে। এবার এই গ্রুপ মহাকাশ খাতেও একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব অর্জন করেছে। টাটা গ্রুপের কোম্পানি টাটা প্লে (টাটা স্কাই) এখন মহাকাশে স্যাটেলাইটের ক্ষেত্রে তার উপস্থিতি জোরদার করেছে।

ইতিমধ্যেই সংস্থাটি ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, মহাকাশ বিভাগের সংস্থা NSIL-এর সহযোগিতায় ২০২২ সালের জুন মাসে GSAT-24 স্যাটেলাইট লঞ্চ করেছিল। এবার টাটা প্লে থেকে কক্ষপথে স্থিত এই স্যাটেলাইট ব্যবহার শুরু করার ঘোষণা করেছে।

নতুন দিল্লির ছাতারপুরে টাটা প্লে ব্রডকাস্ট সেন্টারে এই ঘোষণা করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র এবং ISRO- চেয়ারম্যান এস. সোমনাথ। জানানো হয়, কোম্পানি তার ব্যবহারকারীদের আরও ভালো ছবি এবং সাউন্ড প্রদান করবে। এখন সব DTH প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে বড় স্যাটেলাইট ব্যান্ডউইথ প্রদানকারী হয়ে ৫০ শতাংশ বেশি চ্যানেল সম্প্রচার করতে সক্ষম।