সম্প্রতি রাজ্য জুড়ে সমাপ্ত সমাপ্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এর পরেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠন পক্রিয়া। প্রসঙ্গত এবারের ভোটে ২২ আসন বিশিষ্ট ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতটিতে শাসকদল তৃনমুল কংগ্রেস ও বিজেপি দুই যুযুধান দলের ঝুলিতেই যায় ১১ টি করে আসন। ফলে কোনও দলের পক্ষে একক ভাবে বোর্ড গঠন সম্ভব ছিল না।
এরপর প্রশাসনের পক্ষ থেকে এই বোর্ড গঠনের জন্য ভোটাভুটির ব্যবস্থা করা হয়। তৃনমুল ও বিজেপি উভয় দলের জয়ী প্রার্থীদের এই ভোটে অংশ নেবার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রন জানায়। এরপরই ভাগ্য ঘোরে বিজেপির। সকলে ভোটাভুটি তে অংশ নিলে তৃনমুলের এক প্রার্থীর ভোট বাতিল হয়।বোর্ডের প্রধান হিসেবে বিজেপির প্রার্থী নীলিমা বর্মন জয়ী হয়। স্বাভাবিকভাবেই এই জয়ের পর আনন্দে মেতে ওঠে বিজেপির প্রার্থী, সমর্থকেরা। উল্লেখ্য, দীর্ঘ চার দশক পর সবুজের হাওয়াকে সরিয়ে গেরুয়া আবিরের ঝড় উঠল ভাটপাড়া পঞ্চায়েত। সবমিলিয়ে জেলায় ৫ টি পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে এল।