লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আরও একধাপ এগিয়ে গেল উত্তরপ্রদেশ। পুরো ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে রাজ্য।
প্রায় ১৪ হাজার বিনিয়োগ প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩৪ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এই দফায়, যা ইউপিকে ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করবে। দিল্লি থেকে এই প্রকল্পগুলির ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ ইউপির দিকে।
দিল্লিতে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে প্রায় ৪০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। বিশিষ্ট শিল্পপতি, বিদেশী বিনিয়োগকারীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এখানে। প্রদর্শনীস্থলে ১০টি ভিন্ন প্যাভিলিয়ান তৈরি করা হয়েছে।