বদল করা হলো ক্ষতিপূরণের পরিমাণ, বড় খবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে এবার জানা গিয়েছে, এবার থেকে ট্রেন দুর্ঘটনায় কারোর প্রাণহানি ঘটলে কিংবা আহত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ১০ গুণ বাড়িয়েছে রেল।

নতুন পরিবর্তনের মাধ্যমে, দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে রেলের আর্থিক সাহায্যের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। একইভাবে, গুরুতর আঘাতের ক্ষেত্রে প্রদত্ত সহায়তার পরিমাণ ২৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২.৫ লক্ষ টাকা করা হয়েছে।

পাশাপাশি, ট্রেন দুর্ঘটনায় কেউ সামান্য আহত হলে সেক্ষেত্রে সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫০,০০০ টাকা করা হয়েছে। তথ্য অনুযায়ী, ট্রেন দুর্ঘটনা এবং সেই সম্পকির্ত অপ্রীতিকর ঘটনায় প্রাণ হারানোর ক্ষেত্রে ও আহত যাত্রীদের পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।