রাজ্যের শীর্ষ আদালতের তরফে দেওয়া হল বড় নির্দেশ, বিপক্ষেই গেল রায়। চলতে থাকা একাধিক জল্পনার মাঝেই, সম্প্রতি দায়ের হওয়া প্রাপ্য চাকরির অধিকার মামলায় বিরাট বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। পুরোনো নিয়ম অনুযায়ী যে কোনও সরকারি কর্মীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে অনেক ক্ষেত্রে তাঁর পরিবারের কেউ সেই চাকরি পেয়ে থাকেন।
এবার সেই সরকারি কর্মীর কর্মরত মৃত্যুতে, সম্পর্কের ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার নিয়ে দায়ের হওয়া একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কর্মরত অবস্থায় সরকারি কর্মীর মৃত্যু হলে তাদের সন্তান বা পরিবারের কারও চাকরি পাওয়া কোনও অধিকারের মধ্যেই পড়ে না জানালো।শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, কমপ্যাশোনেট অ্যাপয়েন্টমেন্ট চাকরি মেধা ও তার মান নষ্ট করে দেয়। অর্থাৎ কমপ্যাশোনেট অ্যাপয়েন্টমেন্ট চাকরি যে কোনও বংশগত অধিকার নয়, তা একেবারেই স্পষ্ট করেছে আদালত। শুধুমাত্র সহানুভূতির ভিত্তিতে সেই চাকরি দেওয়া হয়।