বিপুল উপার্জন হতে চলেছে যোগী সরকারের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। গত মাসের ২২শে রাম মন্দিরে অভিষেক হয় রামের বিগ্রহের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠান ঘিরে ছিল রাজকীয় আয়োজন। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে নিয়ে এল রাম মন্দিরকে কেন্দ্র করে।

রিপোর্ট অনুযায়ী, রাম মন্দিরের হাত ধরে অযোধ্যায় হতে চলেছে লক্ষী লাভ। ২০২৫ আর্থিকবর্ষে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত উপার্জন করতে সক্ষম হবে যোগী সরকার। পাশাপাশি চলতি বছর উত্তর প্রদেশ সরকার কর থেকে রাজস্ব বাবদ আদায় করবে ২.৫ লাখ কোটি।

এছাড়াও সমীক্ষায় দাবি করা হয়েছে চলতি বছর গত বছরের তুলনায় অযোধ্যায় আগত পর্যটকদের সংখ্যা দ্বিগুণ হবে। রাম জন্মভূমিতে পর্যটন শিল্পে খরচের পরিমাণ ২০২৪ সালে বেড়ে গিয়ে দাঁড়াবে ৪ লাখ কোটিতে। যারা অযোধ্যা আসবেন, সেইসব পর্যটকরাই এই খরচ করবেন। গত বছর দেশীয় পুণ্যার্থীরা খরচ করেছিলেন ২.২ লাখ কোটি।