বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরু থেকেই জোরদার অ্যাকশনে ইডি।
শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় সকাল থেকে একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডির হানা। একযোগে তিন জায়গায় হানা দিয়েছে ইডি। ২/১ ব্রাইট স্ট্রিট, বালিগঞ্জে সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে চলছে ইডি অভিযান।
ওদিকে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল, বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি। প্রায় ২১ কোটি টাকা প্রতারণার এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন।