সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি থাকা নিয়ে বেজায় আপত্তি রয়েছে পড়ুয়াদের একাংশের। তাই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকল্প কিছুর কথা ভাবতে শুরু করে দিয়েছে।
কর্তৃপক্ষ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন সিস্টেম বসানোর পরিকল্পনা করছে। এমনকি এই প্রযুক্তি বসানো হতে পারে হোস্টেলেও। অন্তর্বর্তীকালীন ভিসি বুদ্ধদেব সাউ জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা বসানোই শুধু যথেষ্ট নয়, আমরা দেখবো RFID সিকিউরিটি সিস্টেম বসানো যায় কি না।
এই আরএফআইডি সিস্টেমটি দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিস্টেম একটা সময় লাগানো হয়েছিল দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। এই সিস্টেমটি যেকোনও প্রাণী অথবা বস্তুকে সহজে চিহ্নিত করতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ব্যবস্থার দ্বারা।