সরকারের তরফে বড় ঘোষণা

বড় ঘোষণার সরকারের তরফে। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবার ভারতনেট প্রকল্পের অধীনে ১.৩৯ লক্ষ কোটি টাকা খরচের মাধ্যমে সমগ্ৰ দেশজুড়ে ৬.৪ লক্ষ গ্রামের জন্য লাস্ট মাইল ব্রডব্যান্ড কানেক্টিভিটির পরিকল্পনা অনুমোদন করেছে। টেলিকম বিভাগ আগামী আড়াই বছরের মধ্যে ৬.৪ লক্ষ গ্রামকে সংযুক্ত করার প্রক্রিয়াটিকে গতিশীল করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

বর্তমানে প্রায় দেশের প্রায় ১.৯৪ লক্ষ গ্রাম ভারতনেট প্রকল্পের অধীনে সংযুক্ত রয়েছে। দেশের সমস্ত গ্রামের বাড়িতে অপটিক্যাল ফাইবার-বেসড কানেক্টিভিটি দেওয়ার জন্য ১,৩৯,৫৭৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড, সরকারি টেলিকম সংস্থা BSNL-এর একটি শাখা। যেটি গ্রামীণ স্তরে উদ্যোক্তাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে লাস্ট মাইল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করবে। একটি পরিবার যদি ৩৯৯ টাকার প্ল্যানের সাবস্ক্রিপশন নেয়, সেক্ষেত্রের উদ্যোক্তারা এর মধ্যে ১৯৯ টাকা পাবেন।