সুখবর, কম হলো গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের প্রথমেই সুখবর। এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি।

১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে ১৬৮০ টাকা। আগে একই সিলিন্ডারের জন্য ১৭৮০ টাকা দিতে হত। যদিও গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকাই।

তবে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হল ১৬৮০ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৮০২.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৬৪০.৫০ টাকা। চেন্নাইতে দাম ১৯৪৫.০০ টাকা থেকে দাম নেমে হল ১৮৫২.৫০ টাকা৷