বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে। সাফ জানালেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
প্রসঙ্গত, সন্দেশখালি ঘটনার পর ৫৩ দিন হয়ে গিয়েছে এখনও অধরা শাহজাহান। পুলিশের খাতায় তিনি ফেরার। সন্দেশখালির মূল অভিযুক্ত এই তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালির মানুষজন।
ওদিকে সম্প্রতি সন্দেশখালির বেতাজ বাদশা তৃণমূলের শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেছিলেন দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠমহলে তিনি বলেছিলেন, ‘আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে’।