স্থানান্তরিত হলো রাজ্যের দুই মামলা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে বিগত কয়েক দিন পশ্চিমবঙ্গবাসীর একটিই প্রশ্নের উত্তর খুঁজে গিয়েছে। তা হল, এবার নিয়োগ দুর্নীতি মামলা কোন বিচারপতির এজলাসে যেতে চলেছে?

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে আগেই দুটি মামলা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই বিষয়ে নির্দেশ জারি করলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হবে।

নির্দেশের কপিতে উল্লেখ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা থাকছে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘরে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের ভিত্তিতে যেসব মামলা বিচারপতির এজলাসে ছিল সেই মামলাই সরে যাচ্ছে।