এনএসই ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীনগরে সেনাবাহিনীর হাসপাতালে সিটি স্ক্যান উইং

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের (এনএসইআইএল) সিএসআর কর্মসূচির বাস্তবায়ন শাখা এনএসই ফাউন্ডেশন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে একটি সিটি স্ক্যান উইং স্থাপন করল। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই (১৫ কোর কমান্ডার) এবং এনএসইআইএল-এর এমডি ও সিইও আশিসকুমার চৌহানের উপস্থিতিতে সিটি স্ক্যান উইং উদ্বোধন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরের ৯২ বেস হাসপাতালটি একটি ৫৯৮ শয্যাবিশিষ্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল। এখানে যে সরঞ্জাম প্রদান করা হয়েছে তা হল নতুন মডেলের জিই (রেভোলিউশন ম্যাক্সিমা), যা একটি পাওয়ারফুল, হাই-পারফর্মিং ও নির্ভরযোগ্য সিটি স্ক্যানার।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, সিটি স্ক্যানের সরঞ্জামসহ নতুন উইংটি সকলের স্বাস্থ্য ও কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সংযোজন। এটি এই হাসপাতালে রোগীদের চিকিত্সা ব্যবস্থা ও ফলাফলে এক বাস্তবসম্মত পার্থক্য এনে দেবে। এনএসই ফাউন্ডেশন হাসপাতালে উপলব্ধ সুবিধাসমূহের উন্নয়নে এই পদক্ষেপ নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ১৫ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, এনএসই ফাউন্ডেশনের এই উদ্যোগ ৯২ বেস হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার জন্য প্রযুক্তিগতভাবে উন্নততর পরিকাঠামো তৈরি করবে। তিনি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই কাজের জন্য এনএসই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এনএসই-র এমডি ও সিইও আশিসকুমার চৌহান বলেন, এনএসই সশস্ত্র বাহিনীর স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা নিঃস্বার্থভাবে দেশরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশরক্ষার কাজে নিয়োজিত সৈন্যদের কল্যাণে অবদান রাখার এই সুযোগ পেয়ে এনএসই সম্মানিত বোধ করছে, যারা দেশের জাতীয় সীমানা সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করেন। তার আশা, তাদের এই উদ্যোগ জম্মু ও কাশ্মীরের সেনাকর্মীদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের চিকিৎসা পরিষেবার প্রয়োজনও মেটাতে পারবে।