রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তাই যাত্রীদের সুবিধার্থে প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা আনছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই ভারতীয় রেলের বিরুদ্ধে উঠছে এক নতুন অভিযোগ।
বলা হচ্ছে ভারতীয় রেলে নাকি তুলনামূলকভাবে বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে এসি কোচ। এবার এই অভিযোগের ব্যাখ্যা দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বর্তমানে প্রত্যেকটি ২২ কোচের ট্রেনে ১২টি নন এসি জেনারেল এবং স্লিপার কোচ বসানো হচ্ছে।
এইসব ট্রেনে মাত্র ৮টি এসি কোচ বসানো হচ্ছে। এছাড়া এদিন রেলমন্ত্রী হিসাব দিয়ে জানিয়েছেন যে ভারতীয় রেলের কাছে বর্তমানে উপলব্ধ কোচের মধ্যে দুই তৃতীয়াংশই নন এসি এবং এক তৃতীয় অংশ এসি কোচ। সেই সাথে তিনি জানিয়েছেন ভারতীয় রেল চলতি বছরে ১০ হাজার নন এসি কোচ তৈরি করেছে।