আগরতলা থেকে ব্যাঙ্গালুরুগামী চলন্ত ট্রেনে আগুন

ট্রেনের দুটি কামড়ায় আগুন লেগেছে বলে জানিয়েছেন যাত্রীরা। চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। যাত্রীরা অনেকেই চেঁচামেচি করতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনটির দুটি কামরায় আগুন লাগে। ঘটনাটি ঘটেছে আসামের  ধরমপুর স্টেশনের কাছে।

ট্রেনটির ব্রেক শু থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেলকর্তারা। কিছুক্ষণ বাদেই আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে।  ঘটনায় কোন হতাহতের খবর নেই।