আলিপুরদুয়ারে খাঁচাবন্দী হল একটি লেপার্ড

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হলো একটি লেপার্ড। মঙ্গলবার ভোর সকালে চা বাগানের ১৪ নং সেকসনে খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে।

এই বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে। এখন ওবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে গ্ৰামবাসীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ডটিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হলো বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।