ধারাবাহিক থেকে শুরু করে ছবি, ইন্ডাস্ট্রিতে মেয়েদের অবস্থান নিয়ে সোচ্চার হতে দেখা গেছে বলিউড থেকে শুরু করে হলিউডের অভিনেত্রীদের। এবার এই প্রসঙ্গে মুখলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি একটি সাক্ষাৎকারে কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিরিয়াল মানেই তো মেয়েরা, অন্তত একটা জায়গা তো মেয়েদের জন্য রয়েছে। সিনেমাতে তো মেয়েদের জাগা নেই।
বলিউডে থাকলেও টলিউডে একমাত্র যে অভিনেত্রীরা বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারেন শুধুমাত্র তারাই ছবিতে সুযোগ পান। যারা পারেন না, তারা ভালো অভিনেত্রী হলেও দিনের পর দিন পার্শ্বচরিত্রে অভিনয় করে যেতে হয় তাদের। আমার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে।আমি জানি আমি প্রডিউসার ধরে আনতে পারি না।
অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এই জায়গাটা বদলানোর প্রয়োজন। বাংলা বা হিন্দি সিনেমাতে মেয়েদের প্রাধান্য দেওয়া উচিত। এখনো অনেক জিনিস দেখানো বাকি রয়ে গিয়েছে, এক্সপেরিমেন্ট করতে করতে নতুন একটা বাজার তৈরি হতে পারে এবং সেটা একজন মেয়ের হাত ধরেও হতে পারে- এটাই আমার বিশ্বাস।