গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ

ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার রায়নায়।প্রতিবেশী গৃহবধূকে শ্লীলতাহানি এবং প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক যুবককে।ধৃতের নাম শেখ রাজাবাবু ওরফে ছোট্টু। তাঁর বাড়ি রায়না থানার বেলসর নামক একট গ্রামে।বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়।বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী ১৬ অক্টোবর ধৃতকে আবার আদালতে আনার নির্দেশ দেন সিজেএম।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, বুধবার গৃহবধূর স্বামী রাতে কর্মসূত্রে বাইরে ছিলেন।

অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ রাজাবাবু বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপ্রস্তাব দেন। তাতে গৃহবধূর রাজি না হওয়ায় তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যান অভিযুক্ত এবং গৃহবধূকে প্রাণনাশেরও হুমকি দেন তিনি।পড়ে স্বামী বাড়ি ফিরলে গৃহবধূ তার স্বামীকে সম্পূর্ণ ঘটনাটি এবং রাতেই গৃহবধূর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন।