শুয়োরের পেটে হস্তী শাবক,চাঞ্চল্য জলপাইগুড়িতে। বিরল ঘটনার সাক্ষী হতে দুর দূরান্ত থেকে ছুটে আসছে পঞ্চায়েত প্রধান এর স্বামী সহ বহু মানুষ। রবিবার ভোর হতেই জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড় পুর অঞ্চলের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর লাইন শ্রমিক মহল্লায় শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ।
দেখলে মনে হবে যেন হস্তী শাবক। খবর ছড়িয়ে পড়তেই শুয়োরের পেট থেকে জন্মানো মৃত হস্তী শাবক দেখতে সকাল হতেই ছুটে এসেছেন পাতকাটা কলোনীর বাসিন্দা সুব্রত মন্ডল।
ঘটনাস্থলে দাড়িয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের স্বামী সুব্রত বাবু জানান, “হাতির বাচ্চা দেখলাম, যেটা শুয়োরের পেটে জন্মেছে।”
এদিকে যার বাড়ীতে থাকা শুয়োরের খামারে এই ঘটনা ঘটেছে সেই চা বাগান শ্রমিক চামরি মানকি মুন্ডা জানান, “চার বছর থেকে শুয়োর পালন করে আসছি কিন্তু এমন ঘটনা ঘটেনি।”
শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে জমিদার পাড়া থেকে ছুটে এসেছেন অমল রায়, তিনিও শুর, বড় বড় কান হাতির মতো দেখেই জানালেন, “এখানে এসেই জানলাম শুয়োরের পেটে হস্তী শাবক জন্ম হয়েছিলো কিন্তু পরে সেই শাবকটি মারা গেছে।”
ঘটনা প্রসঙ্গে পশু চিকিৎসক ডাক্তার রাজেস্বর সিং টেলিফোনে জানান, “এগুলো নরমাল ঘটনা, এগুলোকে রাইনো শেফালী বলে। নাকটা ঠিকমতো তৈরি হয় না। তাই লম্বা নাক। চোখ ১ টাই থাকে। এগুলো কোন বিড়ল ঘটনা নয়।”