পুজোর আগেই জেলা জুড়ে শুরু হল ঠান্ডার পরিবেশ

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর শনিবার সকাল থেকেই স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। পুজোর আগেই ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন লাগাতার প্রচণ্ড দাবদাহের থেকে আজ  শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন  জলপাইগুড়ি জেলার বাসিন্দারা।

সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে ।আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারন মানুষজন ।কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে নাজেহাল হয়েছিল।

আজ সকালে হালকা বৃষ্টিপাত হওয়ার হলে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। এই আবহাওয়ায়  খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।