আবার একটি ‘বন্দে ভারত’ পেল বাংলা! কোন কোন লাইনে ছুটবে ট্রেনটি?

দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের রেল প্রকল্পে শামিল হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের আহমেদাবাদ থেকে মঙ্গলবার সকালেই এই ট্রেনগুলির উদ্বোধন করেন।সূত্রে খবর, বন্দে ভারত পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত চলবে। দু’টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু বিশাখাপত্তনম থেকে। বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদ এবং বিশাখাপত্তনম থেকে পুরী লাইনে দু’টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে। তা ছাড়া আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পটনা-লখনউ, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামউদ্দিন) লাইনে আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে।মোদী বন্দে ভারত উদ্বোধনের পাশাপাশি সারা দেশ জুড়ে ৮৫ হাজার কোটি টাকার মোট ছ’হাজার রেল প্রকল্পের শিলান্যাস করে। সারা দেশ জুড়ে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে এখনও পর্যন্ত।

রেল সূত্রে খবর পাওয়া গেছে, মোদী কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনের উদ্বোধন করেছেন বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। পশ্চিমবঙ্গ রাঁচিগামী নতুন ইন্টারসিটি এক্সপ্রেসটি পেল। আসানসোল থেকে এই ট্রেনটি হাতিয়া পর্যন্ত চলবে।প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে এই সুখবর জানিয়ে পোস্টও করেন। তিনি রেল উদ্বোধনের আগে পোস্টে লেখেন, ‘‘আর কিছু ক্ষণের মধ্যে সকাল নয়টা পনেরোতে আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনও নতুন যাত্রা শুরু করবে।’’ আরো বলেন, “‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র’ দেশের বিভিন্ন জায়গায় উদ্বোধন করা হবে। তিনি সকলকে আহ্বানও জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।