গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে ইস্টার্ন বাইপাস হয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় ১০০ বোতল কাপ সিরাপ। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি পৌর নিগমের ৪২ নম্বর ওয়ার্ড চয়ন পাড়ার ইস্টার্ন বাইপাস এলাকায় ফাঁদ পাতে পুলিশ।
রাত প্রায় একটা নাগাদ ওই ট্রাক এসে পৌঁছয়ে নির্দিষ্ট পুলিশের ঐ নাকা বন্দী স্থানে। তল্লাশি চালানো হয় ট্রাকে। ট্রাকের ড্রাইভার কেবিন থেকে উদ্ধার হয় একটি প্লাস্টিক ব্যাগ। ওই ব্যাগে ছিল ৯২ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এরপর ভক্তিনগর থানার পুলিশ ছাত্রমান ভূজেল নামে সিকিমের ওই যুবককে গ্রেফতার করে।
জানা গিয়েছে ধৃত যুবক শিলিগুড়ি থেকে ওই কাফ সিরাপ সিকিমে নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। ভক্তিনগর থানার পুলিশ সিমেন্ট বোঝাই টাকটি কেউ আটক করেছে। ধৃত ছাত্রমান ভূজেল কে আজ জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানা।