বড় সুখবর শিক্ষার্থীদের জন্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। পড়াশোনার পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায় আর্থিক সমস্যা। সেই কারণে রাজ্যের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে একাধিক স্কলারশিপ চালু করেছে সরকার।

কোনও শিশু যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি স্কলারশিপে যেমন ছাত্রছাত্রীদের আর্থিক বৃত্তি প্রদান করা হয়! পশ্চিমবঙ্গের SC, ST শিক্ষার্থীদের জন্য সরকারের তরফ থেকে একটি স্কলারশিপ চালু করা হয়েছে।

সেই বৃত্তির নাম হল ওয়েসিস স্কলারশি। এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাঁর পরিবারের বার্ষিক আয় ৩৬,০০০ টাকার কম হতে হবে। এছাড়া যে সকল শিক্ষার্থী নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি লেখাপড়া করেছে, তাঁদেরকেই রাজ্য সরকারের এই স্কলারশিপের টাকা দেওয়া হয়।